Posts

Showing posts from March, 2023

মালিবাগে বাসে ট্রেনের ধাক্কা, রেল চলাচল বন্ধ

Image
 নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মালিবাগ রেলগেটে সোহাগ পরিবহনের একটি বাসে ট্রেনের ধাক্কা লেগেছে। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস জানিয়েছেন, বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি রাজধানীর হাতিরঝিল থানা এলাকার মধ্যে পড়েছে। হাতিরঝিল থানার ওসি আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, সোহাগ পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত বাসকে ধাক্কা দিয়ে রেললাইনে অনেক দূর নিয়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন, এমন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশের বিভিন্ন ইউনিটের টিম গেছে। বিস্তারিত তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।

ধার করে সাকিবকে ৫০ হাজার দিরহাম পরিশোধ করেন আরাভ

Image
অনলাইন ডেস্কঃ ইংল্যান্ড সিরিজ শেষ করেই দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে আপন ওরফে হৃদয়ের স্বর্ণালংকারের দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আরাভ খানের আমন্ত্রণে সাকিবের দুবাইয়ে যাওয়ার ঘটনায় তুমুল সমালোচিত। দুবাইয়ে গত তিন দিন খোঁজ নিয়ে জানা গেছে, দোকানের কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই তড়িঘড়ি করে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যাঁরা এসেছেন, তাঁদের মধ্যে শুধু জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকা) সম্মানী দেওয়া হয়েছে। হিরো আলমসহ অন্যদের আসার পর টাকা দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। তাঁরাও পরিস্থিতি বুঝে টাকা না নিয়ে চলে গেছেন। অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্বে থাকা দোকানের অংশীদার উসমান গণি বলেন, সাকিবকে দেওয়ার পুরো টাকাও ছিল না। অন্য এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা) ধার করতে হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে কিছু ভিডিও কনটেন্ট তৈরি করা প্রবাসী এক টেলিভিশন সাংবাদিককেও টাকা পরিশোধ করেননি আরাভ।